১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ লোকসভায় কেন্দ্রীয় বাজেট অধিবেশন ২০২১ পেশ করেন। ভারতে পেট্রোপণ্যের দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারে খনিজ তেলের দাম বাড়া কমার ওপর কিন্তু পেট্রো পণ্য সংস্থাগুলি খুচরো বাজারে পেট্রো পণ্যের দাম বেশ কিছুদিন ধরে বাড়িয়েই চলেছে। বাজেটে কৃষি ক্ষেত্রে পেট্রোলের সেস ২.৫ টাকা প্রতি লিটার এবং ডিজেলে সেস ৪ টাকা প্রতি লিটার করা হয়। তবে বেশ কিছু ক্ষেত্রে আমদানি শুল্কের অদলবদলের জেরে দামের পরিবর্তন নজরে এসেছে। বাজেট ২০২০-তে কী কী জিনিসের দাম বাড়ল, দেখে নিন একনজরে।